আমদাবাদ : গুজরাতের স্বঘোষিত গডম্যান নিত্যানন্দের আশ্রম এবার গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ। শনিবার গুজরাত পুলিশের তরফে জানানো হয়, নিত্যানন্দ এখন পলাতক। দেশ ছেড়ে পালিয়েছেন স্বঘোষিত গডম্যান। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। বেঙ্গালুরু নিবাসী জনার্দন শর্মার অভিযোগ, তাঁর দুই মেয়েকে আশ্রমে বন্দি করে রেখেছেন নিত্যানন্দ। সেই অভিযোগের ভিত্তিতে নিত্যানন্দের আশ্রমে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে স্বঘোষিত গডম্যানের দুই সহকারী প্রাণপ্রিয়া ও প্রিয়তত্ত্বকে।
এর আগে ডিসেম্বরের ৬ তারিখে নিত্যানন্দের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানানো হয়।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, নিত্যানন্দের পাসপোর্ট ইস্যু করা হয় ২০০৮ এ। তাঁর পাসপোর্টের মেয়াদ ছিল ১০ বছর। সেই অনুযায়ী ২০১৮র সেপ্টেম্বরেই তার মেয়াদ শেষ হয়। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তা বাতিল করা হয়। তারপর আবার পাসপোর্টের জন্য আবেদন করা সত্ত্বেও তার অনুমোদন মেলেনি। বিদেশমন্ত্রক সূত্রের খবর, স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে পুলিশের অভিযোগের জন্যই তার পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়নি।
মন্ত্রক সূত্রে খবর, নিত্যানন্দ এখন ঠিক কোথায়, তা জানা নেই। তবে তার প্রত্যর্পণ বিষয়ক কোনও অনুরোধও তদন্তকারী সংস্থার তরফে আসেনি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গুঁড়িয়ে দেওয়া হল স্বঘোষিত গডম্যান নিত্যান্দের আমদাবাদের আশ্রম
Web Desk, ABP Ananda
Updated at:
29 Dec 2019 09:13 AM (IST)
এর আগে ডিসেম্বরের ৬ তারিখে নিত্যানন্দের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে জানানো হয়। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এক বিবৃতিতে জানিয়েছেন, নিত্যানন্দের পাসপোর্ট ইস্যু করা হয় ২০০৮ এ। তাঁর পাসপোর্টের মেয়াদ ছিল ১০ বছর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -