অম্বিকাপুর: ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরুর জন্যই একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পেরেছেন বলে যে দাবি করেছে কংগ্রেস, তারও জবাব দিয়েছেন মোদী। তাঁর পাল্টা তোপ, ‘কংগ্রেসের চার প্রজন্ম দেশ শাসন করেছে। কিন্তু তাদের মানুষকে কিছু বলার নেই। আমরা গত চার বছরে যা কাজ করেছি, প্রতিদিন তার হিসেব দিচ্ছি। তাঁরা (কংগ্রেস নেতারা) বলছেন, মহান ব্যক্তি পণ্ডিত নেহরুর জন্যই একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পেরেছেন। আপনাদের যদি গণতন্ত্রের প্রতি এত শ্রদ্ধা থাকে, তাহলে একটা ছোট কাজ করুন। আপনাদের দাবি অনুযায়ী যদি আপনাদের নীতি, গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা, সংবিধান ও পণ্ডিত নেহরুর জন্যই একজন চাওয়ালা মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছে, তাহলে গাঁধী পরিবারের বাইরের কাউকে পাঁচ বছরের জন্য কংগ্রেস সভাপতি করুন। সেটা হলে আমি মেনে নেব যে নেহরুজি এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন, যার ফলে যে কেউ, এমনকী পরিবারের বাইরের কোনও কংগ্রেসকর্মীও কংগ্রেসের প্রধান হতে পারেন।’
সম্প্রতি কংগ্রেস সাংসদ শশী তারুর দাবি করেছেন, নেহরু যে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছিলেন, তার ফলেই একজন চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হতে পেরেছেন। অপর এক কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেরও দাবি, কংগ্রেস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছিল বলেই একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এরই জবাবে কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেছেন, ‘কোনও একটি পরিবারকে গণতন্ত্রের বরাত দেওয়া হয়নি। কিন্তু তাঁরা মনে করেন, ব্রিটিশরা তাঁদের নামেই ভারতের নামকরণ করেছেন। একজন চাওয়ালা কীভাবে প্রধানমন্ত্রীর আসনে বসল, এটা ভেবে তাঁরা এখনও কান্নাকাটি করেন। তাঁরা এখনও অনুধাবন করতে পারছেন না, কীভাবে একজন গরিব মায়ের ছেলে সিংহাসনে বসে পড়ল।’
নোট বাতিল নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর আক্রমণের পাল্টা মোদী বলেছেন, ‘এখানে বসে থাকা কেউই নোট বাতিল নিয়ে কিছু বলছেন না। কিন্তু একটি পরিবার বলছে। তাঁদের সহযোগীরা ব্যাগ, বিছানা, বালিশের নীচে লুকিয়ে রাখা অবৈধভাবে আয় করা টাকা হারিয়েছেন।’
গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে অন্তত ৫ বছর গাঁধী পরিবারের বাইরের কাউকে সভাপতি করুক কংগ্রেস: মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2018 10:48 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -