লিফ্টের ভেতর চার বছরের মেয়েকে মারধর করে কানের দুল ছিনতাই, গ্রেফতার মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2018 04:49 PM (IST)
মুম্বই: মুম্বইয়ের শহরতলি ট্রম্বেতে শিউরে ওঠার মতো ঘটনা সামনে এল। একটি আবাসনের এক বিল্ডিংয়ের লিফ্টে কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য চার বছরের একটি মেয়েকে নির্দয়ভাবে মারধর করল এক মহিলা । এই অমানবিক ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ গত বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ওই দিনই অভিযুক্ত মহিলা রিজওয়ানা বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ২ মিনিটের ভিডিওতে শিশুটিকে নির্দয়ভাবে মারধর করতে দেখা যাচ্ছে। মেয়েটি যন্ত্রনায় কাঁদতে থাকলেও অভিযুক্ত তাকে প্রহার করতেই থাকে। সেইসঙ্গে মেয়েটির কাছ থেকে কানের দুলও ছিনিয়ে নেয় অভিযুক্ত। ওই কানের দুল ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।