এবিভিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, বৈসোয়াকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি সেটাই করেছেন। জাল ডিগ্রি দাখিল করে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। সেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বৈসোয়াকে এবিভিপি থেকে সাসপেন্ড করা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে আরএসএস-এর ‘ফার্জিক্যাল স্ট্রাইক’ চলছে, তোপ রাহুল গাঁধীর
Web Desk, ABP Ananda | 16 Nov 2018 08:32 PM (IST)
নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি অঙ্কিভ বৈসোয়ার বিরুদ্ধে জাল ডিগ্রি থাকার অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ও আরএসএস-কে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ট্যুইটে তাঁর কটাক্ষ, ‘শ্রী ৫৬ ও তাঁর মন্ত্রীরা ছাত্র-ছাত্রীদের দেখিয়ে দিয়েছেন, বিজেপি-তে মন্ত্রিসভার শীঘ্রদ্বার জাল ডিগ্রি দেখালে তবেই খোলে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা আরএসএস-এর পুরনো ঐতিহ্য। জাল ডিগ্রিধারীদের ক্ষমতায়নে সাহায্য করছে আরএসএস। সেই কারণেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে আরএসএস-এর ফার্জিক্যাল স্ট্রাইক চলছে।’ ট্যুইটে মোদী, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও বৈসোয়ার ছবিও দিয়েছেন রাহুল। তাঁর এই আক্রমণের জবাবে এখনও পর্যন্ত বিজেপি-র কোনও প্রতিক্রিয়া মেলেনি।