নয়াদিল্লি: এবার বাজারে আসছে ২০ টাকার কয়েন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করেছে। নতুন কয়েন ১২ টি কোণ বিশিষ্ট বহুভূজের মতো দেখতে হবে।
১০ টাকার কয়েনের সঙ্গে ২০ টাকার কয়েনের কিছু মিল থাকছে। দশ টাকার কয়েনের মতোই ২০ টাকার কয়েনে থাকবে দুটি স্তর। নতুন এই কয়েনের ব্যাস দশ টাকার কয়েনের মতোই ২৭ মিলিমিটার।
কয়েনের এক দিকে থাকবে অশোক স্তম্ভের সিংহের ছাপ, নিচে খোদিত থাকবে ‘সত্যমেব জয়তে’। বাঁদিকে হিন্দি অক্ষরে ‘ভারত’ ও ডানদিকে ইংরেজিতে লেখা থাকবে ‘ইন্ডিয়া’।
২০ টাকার কয়েনে বাইরের দিকের বৃত্ত থাকবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা ও ২০ শতাংশ নিকেল। ভেতরের দিকের বৃত্তে থাকবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা ও পাঁচ শতাংশ নিকেল।
তবে বৃত্তাকার ১০ টাকার কয়েনের মতো ২০ টাকার কয়েনের ধারে কোনও কিছু আঁকা বা লেখা থাকবে না।
বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক নতুন এই কয়েন কেমন দেখতে হবে বা এর নকশা কেমন হবে, এর বেশি জানায়নি।
এছাড়াও, এক, দুই, পাঁচ ও ১০ টাকার নতুন সিরিজের কয়েন আনা হবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০ বছর আগে ২০০৯-এ ১০ টাকার কয়েন এনেছিল। এরপর থেকে এই কয়েনের ১৩ বার সংশোধন হয়েছে।
এবার ২০ টাকার কয়েন আসছে বাজারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2019 12:55 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -