নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটের আগে শনিবার দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে আলোচনা করলেন তিনি। ব্যাঙ্কিং ও বিমাক্ষেত্র সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বৈঠকে। ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও চল্লিশের বেশি অর্থনীতিবিদ। সকলের মতামত নিয়েছেন প্রধানমন্ত্রী।
‘ইকনমিক পলিসি – দ্য রোড অ্যাহেড’ শীর্ষক এই আলোচনাসভাটির আয়োজক ছিল জাতীয় নীতি আয়োগ। পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলসম্পদ - মূলত এই বিষয়গুলির উপরই বাড়তি গুরুত্ব দেওয়ার কথা উঠে এসেছে এই বৈঠকে। ট্যুইট করে এই বৈঠকের সাফল্যের কথা জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী লেখেন, ‘অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে ম্যাক্রো-ইকনমি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলসম্পদ নিয়ে ফলপ্রসূ আলোচনা হল। যে সমস্ত পরামর্শ পেলাম, তা খুবই দূরদর্শী।’
৫ জুলাই নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রীসভার প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
কেন্দ্রীয় বাজেটের আগে শীর্ষ অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক মোদির
Web Desk, ABP Ananda
Updated at:
23 Jun 2019 12:10 PM (IST)
৫ জুলাই নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রীসভার প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -