নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের জনগণকে কেন্দ্রের পরিকল্পনা নিয়ে বার্তা দিয়ে বড়সড় উদ্যোগ নরেন্দ্র মোদি সরকারের। কেন্দ্রীয় মন্ত্রীরা সামনের সপ্তাহে জম্মু ও কাশ্মীর সফরে বেরচ্ছেন। ১৮ থেকে ২৪ জানুয়ারির মধ্যে জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে কেন্দ্রের সরকারের নানা উন্নয়নমূলক উদ্যোগ, পদক্ষেপ ব্যাখ্যা করতে যাবেন তাঁরা। গত বছরের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পর এই প্রথম এমন উদ্যোগ। অনুচ্ছদটি বাতিলের ইতিবাচক প্রভাবও বোঝাবেন তাঁরা।
জানা গিয়েছে, ২৪ জানুয়ারি বারামুল্লায় যাবেন রবিশঙ্কর প্রসাদ। স্মৃতি ইরানি যাবেন কাবরা, পান্থালে। আরেক কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহ ২০ জানুয়ারি যাবেন উধমপুরে। ২২ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডি যাবেন গান্দেরবল, পরদিন মিনিগামে। কিরেন রিজিজু ও শ্রীপদ নায়েককে যথাক্রমে সুচেতগড় ও শ্রীনগর সফরে যেতে বলা হয়েছে। আর কে সিংহ যাবেন ডোডায়। এছাড়া আর যেসব কেন্দ্রীয় মন্ত্রী জম্মু ও কাশ্মীর যাচ্ছেন, তাঁদের তালিকায় আছেন গিরিরাজ সিংহ, অনুরাগ ঠাকুর, পীযূষ গয়াল, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও প্রহ্লাদ জোশী।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক কেন্দ্রীয় সরকারি অফিসার বলেছেন, একঝাঁক মন্ত্রীর ওই কেন্দ্রশাসিত এলাকায় সফর ও জনসংযোগের প্রস্তাব রয়েছে। তাঁরা সেখানকার বর্তমান পরিস্থিতি, হাল-হকিকত্ সম্পর্কে মানুষের মতামত শুনবেন, কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্ত বৃহত্তর জনস্বার্থে কী কী ইতিবাচক ফল দেবে, তাও তাঁদের কাছে ব্যাখ্যা করবেন।
এদিকে জম্মু ও কাশ্মীর প্রশাসন আজ থেকে জম্মুর পাঁচ জেলায় ২জি মোবাইল পরিষেবা ফের চালুর সিদ্ধান্ত জানিয়েছে। পাশাপাশি হাসপাতাল, ব্যাঙ্ক, হোটেল সহ জরুরি পরিষেবা সংক্রান্ত সব প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড পরিষেবাও দেওয়া হবে বলে ঠিক হয়েছে। যদিও সোস্যাল মিডিয়া সাইট, মেসেজ আদানপ্রদান পরিষেবা পাওয়া যাবে না বলে স্বরাষ্ট্র দপ্তরের মুখ্যসচিব শালিন কাবরার জারি করা বিজ্ঞপ্তিতে প্রকাশ।
গত সপ্তাহে অন্তত ১৫জন বিদেশি রাষ্ট্রদূতকে দুদিনের সফরে নিয়ে যাওয়া হয় সেখানে স্বাভাবিক পরিস্থতি পুনরুদ্ধারে সরকারের প্রয়াস দেখানোর জন্য। গত আগস্ট রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর সেটাই ছিল বিদেশি কূটনীতিকদের প্রথম জম্মু ও কাশ্মীর সফর। যদিও সেই দলে রাখা হয়নি ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) ভুক্ত রাষ্ট্রদূতদের।
৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর প্রথম, আগামী সপ্তাহে জম্মু ও কাশ্মীর যাচ্ছেন একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী, ব্যাখ্যা করবেন কেন্দ্রের পদক্ষেপ
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jan 2020 08:25 PM (IST)
জম্মু ও কাশ্মীর প্রশাসন আজ থেকে জম্মুর পাঁচ জেলায় ২জি মোবাইল পরিষেবা ফের চালুর সিদ্ধান্ত জানিয়েছে। পাশাপাশি হাসপাতাল, ব্যাঙ্ক, হোটেল সহ জরুরি পরিষেবা সংক্রান্ত সব প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড পরিষেবাও দেওয়া হবে বলে ঠিক হয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -