জম্মু: জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশকারীদের ঢোকাতে গত কয়েকদিন ধরে নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গি লঞ্চপ্যাডগুলির শক্তি ফের বাড়াচ্ছে পাকিস্তান। মঙ্গলবার এই মর্মে সতর্কবাণী শোনালেন সেনার নর্দার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ। তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় লাগাতার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করছে প্রতিবেশী রাষ্ট্র। তিনি হুঁশিয়ারি দিলেন, পাক সেনা যদি এধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তাহলে ভারত যথাযথ প্রত্যুত্তর দেবে।
সোমবারই, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ঘোষণা করে। একইসঙ্গে রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্র-শাসিত অঞ্চল হিসেবে গঠনের প্রস্তাব দেয়। এরপরই, মঙ্গলবার শ্রীনগরে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির কোর গ্রুপের বৈঠকের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল সিংহ। বৈঠকে কাশ্মীরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পরিস্থিতি প্রতিকূল হলে কী ভাবে তার মোকাবিলা করা হবে সেই নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, বাহিনীর প্রস্তুতির মূল্যায়নও করা হয়।
সেনা সূত্রে খবর, বৈঠকে গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করা হয়। সেনা কমান্ডার বলেন, নিয়ন্ত্রণরেখার ওপারে জঙ্গি লঞ্চপ্যাডগুলির শক্তি ফের বাড়াচ্ছে পাকিস্তান। একইসঙ্গে, সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশকারীদের ঢোকানো, উপত্যকায় নাশকতামূলক কার্যকলাপ চালানো এবং সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে গোটা রাজ্যে মিথ্যে খবর ছড়াচ্ছে পাকিস্তান।
সেনাকর্তা জানান, পাকিস্তানের এই অপচেষ্টা কখনই সফল হবে না। ভারতে যাতে কোনওপ্রকার সমস্যা তৈরি না করতে পারে পাকিস্তান, তার জন্য উপত্যকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। সীমান্তে পাকিস্তানের সব ধরনের অসাধু কার্যকলাপের যথাযোগ্য জবাব দিচ্ছে ভারতীয় ফৌজ। তিনি কাশ্মীরি জনসাধারণকে আহ্বান করেন, শত্রুদের মিথ্য অপপ্রচারের প্ররোচনায় পা দিয়ে মন না বিষিয়ে তুলতে অথবা উড়ো খবরে কান না দিতে। এতে আখেরে তাঁদেরই ক্ষতি হবে।
পাক সেনাকেও এদিন হুঁশিয়ার করেছেন সেনাকর্তা। বলেন, পাক সেনা যদি ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে যেতে থাকে, তাহলে ওদের এমন মূল্য চোকাতে হবে, যা অপূরণীয় হবে। তিনি জানান, উপত্যকায় সন্ত্রাসমূলক কার্যকলাপ মোকাবিলায় জঙ্গিদমন ও আইনশৃঙ্খলাকে আরও শক্তিশালী করা হচ্ছে।
নিয়ন্ত্রণরেখায় জঙ্গি লঞ্চপ্যাডগুলির শক্তি ফের বাড়াচ্ছে পাকিস্তান, সতর্কবার্তা সেনাকর্তার
Web Desk, ABP Ananda
Updated at:
06 Aug 2019 04:04 PM (IST)
তিনি হুঁশিয়ারি দিলেন, পাক সেনা যদি এধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে, তাহলে ভারত যথাযথ প্রত্যুত্তর দেবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -