তিরুপতি: এবারের লোকসভা নির্বাচনে অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুতে বিজেপি একটিও আসন পায়নি। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার দক্ষিণ ভারতের এই দু’টি রাজ্যের উন্নয়নে সবরকম সহযোগিতা করবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক জনসভায় বলেছেন, ‘আমরা জয় পাই বা না পাই, মানুষের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য। আমরা (বিজেপি) একটি প্রক্রিয়ার কর্মী। আমিও তার অংশ। নির্বাচনের পরেও আমরা মানুষের জীবনে উন্নতি ও সুখ নিয়ে আসার চেষ্টায় ঘাটতি আসতে দিই না। কেন্দ্রে আমরা সেই চেষ্টাই করব। অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুতে সেটা দেখা যাবে। এই অবদান ও সহযোগিতার মাধ্যমে দেশকে নতুন দিশা দেখাতে পারব বলে আমি আশাবাদী।’
অন্ধ্রের নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। তিনি আশাপ্রকাশ করেছেন, জগনের নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাবে অন্ধ্র। কেন্দ্রীয় সরকারের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে মোদি বলেছেন, ‘আমরা বিপুল জয় পাওয়ায় কিছু মানুষ মনে করছেন, সরকারের কাছ থেকে প্রত্যাশা ও উচ্চাকাঙ্খা বেড়ে গিয়েছে। তাঁরা ভাবছেন, মোদি কী করবে? আমাদের এটিকে ভারতের সৌভাগ্য ও দারুণ সুযোগ হিসেবে দেখা উচিত।’
সম্প্রতি কেরলের ওয়ানাডে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী দাবি করেন, লোকসভা নির্বাচনের প্রচারে ‘মিথ্যা, বিষ ও ঘৃণা’ ব্যবহার করেন মোদি। পাল্টা প্রধানমন্ত্রী বলেছেন, ‘এটা ওঁদের দুর্বলতা। আমাদের কাছে নির্বাচনের অধ্যায় শেষ হয়ে গিয়েছে। দেশের ১৩০ কোটি মানুষের সেবা করার নতুন অধ্যায় শুরু হয়েছে।’
অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ুর উন্নয়নে সবরকম সহযোগিতা করবে কেন্দ্র, বললেন মোদি
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jun 2019 04:38 PM (IST)
অন্ধ্রের নতুন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -