খুরদা: ওড়িশায় গিয়ে দুর্নীতি নিয়ে নবীন পট্টনায়েকের বিজেডি সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুরদায় বিজেপি-র জনসভায় তিনি বলেছেন, ‘ওড়িশায় চিটফান্ড দুর্নীতি ও পার্সেন্টেজ কমিশন সংস্কৃতি রূপে দুর্নীতির দৈত্য বৃদ্ধি পাচ্ছে। ওড়িশার উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার অনেক প্রকল্প চালু করেছে এবং বিপুল অর্থবরাদ্দ করেছে। কিন্তু তা সত্ত্বেও এই রাজ্য পিছিয়ে পড়েছে। মানুষ বুঝতে পারছেন, উন্নয়ন ও প্রগতির নতুন পথে রাজ্যকে নিয়ে যাওয়ার জন্য পরিবর্তনের ঢেউ আসছে। মহিলা ও কৃষক সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ আওয়াজ তুলছেন।’

২০১৯ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ওড়িশাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। এই রাজ্যে আগামী বছরেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনেও জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চাইছে বিজেপি। আইআইটি-ভুবনেশ্বরের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন মোদী। ওড়িশায় ১৪,৫০০ কোটি টাকার প্রকল্পেরও সূচনা করেছেন তিনি। স্বচ্ছ ভারত অভিযানে ওড়িশা পিছিয়ে আছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী। তিনি বিজেডি সরকারকে আক্রমণ করে আরও বলেছেন, ‘রাজ্যে শিশুরা অপুষ্টিতে ভুগছে। সেচের উপযুক্ত ব্যবস্থা না থাকা এবং ফসলের ন্যায্য দাম না পাওয়ায় সমস্যায় পড়েছেন কৃষকরা। রাজ্য সরকার মানুষকে পরিশ্রুত পানীয় জল দিতে পারছে না। পর্যাপ্ত বেতন না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষকরা। রাজ্যের মানুষ জানতে চাইছেন, ওড়িশা সরকার কেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সঙ্গে যুক্ত হয়নি?’ ওড়িশার মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা পাবেন বলেও জানিয়েছেন মোদী।