ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপে বল হাতে দুরন্ত ছন্দে আছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচেও তিনিই পাকিস্তানের প্রধান ভরসা। সেই মহম্মদ আমির এবার দলকে উদ্বুদ্ধ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। বললেন, ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। সঙ্গে সতীর্থদের উদ্দেশে তাঁর বার্তা, আর কোনও ম্যাচ হারা চলবে না।


বিশ্বকাপে তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শীর্ষে রয়েছেন আমির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের ম্যাচে পাকিস্তান হারলেও বল হাতে নজর কেড়েছিলেন আমির। মাত্র ৩০ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে। রবিবার বিরাট কোহলির সঙ্গে তাঁর দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ব।

তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে আমির বলেছেন, ‘আমাদের বাকি প্রত্যেকটি ম্যাচ জিততে হবে। একটা ম্যাচও হারা চলবে না। ইচিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে আমাদের। কারণ শুধু পাকিস্তানের উপর নয়, সব দলের উপরই চাপ রয়েছে। অস্ট্রেলিয়া ম্যাচে মাঝে-মধ্যে যেরকম ইতিবাচক ক্রিকেট খেলেছি, সেটা বাকি ম্যাচগুলোতে বজায় রাখতে পারলে নিশ্চয়ই জিতব।’ বিশ্বকাপে এখনও পর্যন্ত চার ম্যাচে তিন পয়েন্ট পেয়েছে পাকিস্তান। সেমিফাইনালের দৌড় থেকেও বেশ কিছুটা পিছিয়ে পড়েছে সরফরাজ আহমেদের দল। যদিও আমির মনে করেন, এখান থেকেও ঘুরে দাঁড়িয়ে শেষ চারে ওঠা সম্ভব।