দেখুন: শাড়িতে ছোট্ট মেয়ের নজরকাড়া ছবি পোস্ট শামির, লিখলেন, 'খুব সুন্দর লাগছে বেটা'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Jan 2020 01:22 PM (IST)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের রুদ্ধশ্বাস জয়ের অন্যতম নায়ক ভারতের পেসার মহম্মদ শামি ইনস্টাগ্রামে তাঁর মেয়ের একটি নজরকাড়া ছবি পোস্ট করেছেন।
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের রুদ্ধশ্বাস জয়ের অন্যতম নায়ক ভারতের পেসার মহম্মদ শামি ইনস্টাগ্রামে তাঁর মেয়ের একটি নজরকাড়া ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, শামির মেয়ের পরনে বাসন্তী রঙের শাড়ি। ছবির ক্যাপশনও খুবই সুন্দর। বিপক্ষ শিবিরে ত্রাস সৃষ্টিকারী বোলার লিখেছেন, খুব সুন্দর লাগছে বেটা, অনেক অনেক ভালোবাসা,ঈশ্বর তোমার মঙ্গল করুন, খুব তাড়াতাড়ি দেখা হবে। সরস্বতী পুজোর দিন এভাবেই সেজেছিল শামির মেয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টি ২০ ম্যাচের শেষ ওভারে শামির দুরন্ত বোলিং হারের মুখ থেকে দলকে ফিরিয়ে আনে। অধিনায়ক কেন উইলিয়ামসনের অসাধারণ ইনিংসে ভর করে তখন জয়ের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য দরকার ৯ রান। এই পরিস্থিতিতে প্রথম বলে ছয় রান দিয়েও ঘুরে দাঁড়ান শামি। শেষ বলে যখন জয়ের জন্য এক রান দরকার, তখন ব্যাটসম্যানকে আউট করে দেন শামি। টাই হওযায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। নিউজিল্যান্ডকে সুপার ওভারে হারিয়ে ভারত সিরিজ পকেটে পুরে ফেলে। শামি চার ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন।