কলকাতা: ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ। যুব তৃণমূল নেতাকে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ এসইউসি-র বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রাস্তা তৈরির জন্য শ্রমিকরা তাঁবু খাটিয়ে ছিলেন। কাজ শেষ হওয়ার পর সেই ত্রিপল কে নেবে, তা নিয়ে গতকাল এসইউসি ও যুব তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় বেশ কয়েকজন যুব তৃণমূলকর্মী আহত হন। আজ সকালে ১ জনের মৃত্যু হয়।


এই খবর এলাকায় পৌঁছতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে মৈপীঠ। বেশ কয়েকজন এসইউসি কর্মী-সমর্থকের দোকানে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এসইউসিআই-এর বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ তুলেছে যুব তৃণমূল।

এই ঘটনায় তাঁদের কোনও যোগ নেই,ক্ষতিপূরণ দুর্নীতি নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের বহিপ্রকাশ বলে দাবি এসইউসির। কাল রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে তারা। এদিকে, আজ সকালে মৈপীঠে এক এসইউসি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এসইউসির দাবি, তাঁদের কর্মীকে খুন করেছে তৃণমূল। এই ঘটনায় দলের কারও যোগ নেই বলে পাল্টা দাবি তৃণমূলের।