নয়াদিল্লি: বিদেশে বেআইনি সম্পত্তি থাকার অভিযোগে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর স্বামী রবার্ট বঢরাকে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন রবার্ট। তাঁর আইনজীবী সুমনজ্যোতি খৈতানের দাবি, রাজনেতিক কারণেই রবার্টকে হেনস্থা করছে সরকার। সূত্রের খবর, আগামীকাল সকাল সাড়ে দশটায় ফের রবার্টকে তলব করতে পারে ইডি।
বুধবার বিকেল চারটেয় চারজন আইনজীবীকে নিয়ে ইডি দফতরে হাজির হন রবার্ট। তাঁকে পৌঁছে দেন প্রিয়ঙ্কা। তিনি দাবি করেন, রাজনৈতিক কারণেই তাঁর স্বামীকে ডাকা হয়েছে। স্বামীর পাশে আছেন বলেও জানান কংগ্রেস সাধারণ সম্পাদক।
এদিন রবার্টকে জেরা করেন ইডি-র জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর সহ সাত অফিসার। এই প্রথম বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জেরার মুখোমুখি হলেন রবার্ট। তিনি লন্ডনে সম্পত্তি থাকা এবং অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারী ও তাঁর তুতো ভাই সুমিত চাড্ডার সঙ্গে যোগ থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডি-র, লন্ডনে কোনও সম্পত্তি নেই, দাবি রবার্ট বঢ়রার
Web Desk, ABP Ananda
Updated at:
06 Feb 2019 10:33 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -