নয়াদিল্লি: জল সংরক্ষণ নিয়ে যখন দেশজুড়ে সচেতনতামূলক প্রচার চলছে, তখন মানুষকে শিক্ষা দিল একটি বানর। অনেক মানুষই কল খুলে রেখে দেন। কিন্তু বানরটি জল খাওয়ার পর কল বন্ধ করে দিল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। নেটিজেনরা বানরটির এই দায়িত্বশীল আচরণের তারিফ করছেন।



প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশিও বানরের কল বন্ধ করার ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘মানুষের জন্য কী সুন্দর বার্তা!’ সোশ্যাল মিডিয়ায় অন্য এক ব্যক্তি লিখেছেন, ‘মানুষের চেয়ে বানররা অনেক বেশি দায়িত্ববান।’ অপর একজন লিখেছেন, ‘মানুষের চেয়ে প্রাণীদের আচরণ অনেক ভাল।’