নয়াদিল্লি: মাতৃদিবস, মায়েদের দিন। গোটা বছর যার সঙ্গে ভালোবাসায়, রাগে, আবদারে, শ্রদ্ধায় কেটে যায়, বছরের একটা দিন নির্ধারিত করা রয়েছে জীবনের সবচেয়ে প্রিয় সেই মানুষটির জন্য। সন্তানের সঙ্গে মায়ের ভালোবাসা, পবিত্র সম্পর্কের উদযাপন করার জন্যই ধার্য করা হয়েছে এই বিশেষ দিনটি। ১০ মে মাদার্স ডে। মাতৃদিবসে মায়ের মন কীভাবে আনন্দে ভরিয়ে দেবেন, সে ব্যাপারে রইল একগুচ্ছ টিপস!




  • মায়ের জন্য বানাতে পারেন বিশেষ পদ


সবচেয়ে প্রিয় মায়ের হাতের রান্না। প্রত্যেক সন্তানেরই পছন্দের খাবারের তালিকায় থাকে মায়ের হাতের কোনও না কোনও বিশেষ পদ। মাতৃদিবসে নিজের হাতে মায়ের জন্য বানিয়ে ফেলুন না সেই বিশেষ পদটাই, বা বানাতে পারেন মায়ের পছন্দের কোনও রেসিপি। মায়ের মুখে তাঁর ছোটবেলার প্রিয় রান্নার গল্প শুনেছেন নিশ্চয়ই। সেইটাই বানিয়ে ফেলে চমকে দিন মাকে! অথবা নতুন কিছু ফিউশান রান্না করে মাকে খুঁজে দিন তাঁর নতুন প্রিয় পদ।




  • যত্ন নিন


নিজেকে কে না ভালোবাসেন! কিন্তু সময়ের অভাবে সবসময় নিজের জন্য সময় বার করা হয় না মায়েদের। মাতৃদিবসে মায়েদের নিয়ে যান কোনও স্পা-য়ে। লকডাউনের জেরে তা সম্ভব না হলেও নিজের বাড়িতেই ব্যবস্থা করুক মিনি স্পায়ের। একদিনের জন্য বাড়ির কাজ করতে না দিয়ে বিশ্রাম দিন তাঁকে।

  • মায়ের জন্য চিঠি


মা কে কখনও বলেছেন 'ভালোবাসি'? যদি না বলেন, চিঠিতে লিখে দিন। প্রতি মূহুর্তে আপনার জন্য মা যা যা করেন, তার জন্য চিঠিতে মা কে লিখে দিন একটা ছোট্ট থ্যাঙ্ক ইউ। চিঠি পড়ে মায়ের হাসিটাই তো মাতৃদিবসের সেরা প্রাপ্তি।

  • ঘরের কাজে মাকে সাহায্য করুন


প্রতিদিন সকালে চা দিয়ে আপনার ঘুম ভাঙান মা? মাতৃদিবসে ঠিক উল্টোটা হয়ে যাক। চা নিয়ে মায়ের ঘুম ভাঙান আপনি। একটা গোটা দিন মাকে ঘরের কাজে সাহায্য করুন।করোনা আবহে বাড়ির পরিচারিকা হয়তো রয়েছেন ছুটিতে। স্যানিটাইজ থেকে শুরু করে বিভিন্ন কাজে সাহায্য করে দিন মাকে! দেখবেন ওই একটা দিনই আপনার মা কে অনেকদিন ভালো থাকার রসদ যোগাবে।

সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মা! কিন্তু সন্তান পরিণত হলে, মা-বাবার যত্ন ও নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব সন্তানেরই।