কলকাতা: প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মাদার্স ডে। চলতি বছরে ১০ মে পড়েছে মাদার্স ডে। তবে এক এক দেশে মাদার্স ডে পালিত হয় এক একরকম দিনে। তবে ভারত-সহ অনেক দেশেই মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় দিনটি।
মাদার্স ডে-র প্রচলন হয়েছিল আমেরিকায়। মার্কিন সমাজকর্মী আনা জার্বিস তাঁর মাকে ভীষণ ভালবাসতেন। আজীবন অবিবাহিত ছিলেন আনা। মায়ের মৃত্যুর পর তিনি মাদার্স ডে-র প্রচলন করেন। তারপর থেকে বিভিন্ন দেশে শুরু হয় মাদার্স ডে।
১৯১৪ সালের ৯ মে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন আইন প্রনয়ণ করেন যে, প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে পালিত হবে। সেই থেকে বিশ্বের বেশিরভাগ দেশে মে মাসের দ্বিতীয় রবিবার দিনটি উদযাপিত হয়।
কেন মাদার্স ডে পালন করা হয়? মাকে ভালবাসার বা উপহার দেওয়ার কোনও বিশেষ দিন হয় না। বছরের প্রত্যেক দিনই মা-কে একইভাবে ভালবাসা যায়, শ্রদ্ধা করা যায়। তবু এই দিনটি মায়েদের সম্মান জানানোর জন্যই চিহ্নিত হয়ে রয়েছে।
মাদার্স ডে ২০২০: জেনে নিন কবে, দিনটির গুরুত্বই বা কী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 May 2020 05:18 PM (IST)
প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মাদার্স ডে। চলতি বছরে ১০ মে পড়েছে মাদার্স ডে। তবে এক এক দেশে মাদার্স ডে পালিত হয় এক একরকম দিনে। তবে ভারত-সহ অনেক দেশেই মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় দিনটি।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -