ভোপাল: এবার মহাত্মা গাঁধীকে ‘পাকিস্তানের জাতির জনক’ বলে বিতর্কে মধ্যপ্রদেশের বিজেপি নেতা। অনিল সৌমিত্র নামে ওই নেতা বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, উনি (গাঁধিজি) জাতির জনক বটে, তবে পাকিস্তানের। ভারতে ওনার মতো লাখ লাখ ছেলে আছে, কেউ যোগ্য, কেউ বা অপদার্থ। গাঁধী সম্পর্কে এমন আপত্তিকর মন্তব্য করায় তাঁকে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করেছেন দলের রাজ্য শাখার সভাপতি রাকেশ সিংহ। এ কথা জানিয়েছেন বিজেপির রাজ্য শাখার মিডিয়া ইনচার্জ লোকেন্দ্র পরাশর।
সৌমিত্র দলের মিডিয়া সম্পর্ক বিভাগের আহ্বায়ক। গাঁধী সম্পর্কে ওই কটাক্ষ করে দলীয় শৃঙ্খলা ভাঙায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল বলে জানান পরাশর। সৌমিত্রকে সাতদিন সময় দেওয়া হয়েছে জবাব দেওয়ার জন্য।
তবে নোটিস পাওয়ার পরও সৌমিত্র বলেছেন, পাকিস্তানের ধারণা, তত্ত্ব তৈরি করেছিল ব্রিটিশরা, এর প্রবক্তা ছিলেন জওহরলাল নেহরু, মহম্মদ আলি জিন্না। ওঁরা প্রধানমন্ত্রী হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। এই গোটা প্রক্রিয়ায় আশীর্বাদ ছিল মহাত্মা গাঁধীর। নিজের অবস্থানের পক্ষে তিনি সওয়াল করেন, মহাত্মা গাঁধীর প্রচ্ছন্ন আশীর্বাদেই ভারত ভেঙে পাকিস্তান তৈরি হয়েছিল, তাই তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি হতেই পারেন।
সৌমিত্রর আরও দাবি, সেই সনাতন যুগ থেকেই ভারত দেশটা ছিল, মুনি-ঋষিরা ছিলেন তার সন্তান। তাই এই দেশে শুধু সন্তানরাই থাকে, বাবা নয়। জাতির জনক ধারণাটাই ইউরোপের। গাঁধী একজন ভাল সন্তান হতে পারেন যদিও, কিন্তু আমাদের জানা ইতিহাসে ভারতে কোনও জাতির জনক নেই।
মহাত্মা গাঁধীকে ‘পাকিস্তানের জাতির জনক’ বলে সাসপেন্ড মধ্যপ্রদেশের বিজেপি নেতা
Web Desk, ABP Ananda
Updated at:
17 May 2019 07:11 PM (IST)
সৌমিত্র দলের মিডিয়া সম্পর্ক বিভাগের আহ্বায়ক। গাঁধী সম্পর্কে ওই কটাক্ষ করে দলীয় শৃঙ্খলা ভাঙায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল বলে জানান পরাশর। সৌমিত্রকে সাতদিন সময় দেওয়া হয়েছে জবাব দেওয়ার জন্য।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -