মধ্যপ্রদেশ: বিয়ের তিনদিনের মাথায় করোনা আক্রান্ত নববধূ। বিয়ে নিয়ে নিয়ম-কানুন আরও কড়া করল মধ্যপ্রদেশ সরকার। পাত্র-পাত্রী পক্ষের লোকজনের যাতায়াতের জন্য ব্যবহার করা যাবে না কোনও বাস, করা যাবে না শোভাযাত্রাও। এর আগেই বিয়ের আসরে মোট ৫০ জন অতিথির উপস্থিতি বেঁধে দিয়েছিল মধ্যপ্রদেশ সরকার।

আজ করোনা সংক্রান্ত বৈঠকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান জানান, বিয়ের আসরে মোট ৫০ জন অতিথি উপস্থিত থাকার যে নিয়ম লাগু হয়েছিল, করোনা পরিস্থিতিতে বহাল থাকবে সেই নিয়ম। বর ও কনে পক্ষের তরফ থেকে সর্বাধিক ২৫ জন করে উপস্থিত থাকতে পারবে। বিয়ে করতে আসার জন্য করা যাবে না কোনও শোভাযাত্রা। ব্যবহার করা যাবে না কোনও বাস। যদি এই নিয়ম মানা না হয়, তবে দায়ের করা হবে এফআইআর।

সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালের জাটখেড়ি গ্রামে করোনা আক্রান্ত হয়ে পড়েছেন নববধূ। বিয়ের ঠিক ৩ দিন পরেই করোনা টেস্টের রিপোস্ট পজিটিভ আসে তাঁর। এর ফলে তাঁর সংস্পর্শে আসা ৩২ জনকে আপাতত কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ওই নববধূ আপাতত ভর্তি রয়েছেন ভোপাল এএইমস-এ। ওই বিয়ের আসরে ৫০-এর বেশি অতিথি উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

বর্তমানে মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৯৮১ জন।