নয়াদিল্লি: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও মণীশ সিসোদিয়ার ওএসডি। দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি করেছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী।
শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার ঠিক দুদিন আগে, বৃহস্পতিবার রাতে সিবিআই-এর হাতে গ্রেফতার হন দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (দানিক্স) ক্যাডারের অফিসার গোপালকৃষ্ণ মাধব। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, জিএসটি সংক্রান্ত একটি বিষয়ে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েন তিনি।
সিবিআই সূত্রে জানানো হয়েছে, মাধবের সম্পর্কে আগাম খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেইমতো তাঁকে ধরতে ফাঁদ পাতা হয়। পাকড়াও করার পর অফিসারকে সিবিআই হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে জেরা করা হয়। পরে, রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত মণীশ সিসোদিয়ার কোনও যোগসূত্র মেলেনি।
দিল্লি সরকারের ওয়েবসাইট অনুযায়ী, ২০১৫ সালে উপ-মুখ্যমন্ত্রীর ওএসডি হিসেবে দায়িত্ব নেন মাধব। এদিকে, মাধবকে গ্রেফতার করার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার তাঁর ঘনিষ্ঠ সহযোগী ধীরজ গুপ্ত নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, বহু অফিসারের হয়ে দালালি করতেন এই ধীরজ।
ওএসডি গ্রেফতারির পর তাঁর কঠোরতম সাজার দাবি তুলেছেন মণীশ সিসোদিয়া। শুক্রবার, তিনি ট্যুইটারে লেখেন, আমি জানতে পেরেছি ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই এক জিএসটি ইনস্পেক্টরকে গ্রেফতার করেছে। ঘটনাক্রমে, ওই অফিসার আমার দফতরে আমার ওএসডি হিসেবে কর্মরত ছিল। সিবিআই-এর উচিত অবিলম্বে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। গত পাঁচ বছরে আমি এধরনের বহু দুর্নীতিগ্রস্ত আধিকারিককে ধরিয়ে দিয়েছি।
‘অবিলম্বে শাস্তি দেওয়া হোক’, ঘুষ নিতে গিয়ে সিবিআই-এর হাতে গ্রেফতার ওএসডি-কে নিয়ে প্রতিক্রিয়া সিসোদিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Feb 2020 04:31 PM (IST)
বৃহস্পতিবার রাতে সিবিআই-এর হাতে গ্রেফতার হন দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (দানিক্স) ক্যাডারের অফিসার গোপালকৃষ্ণ মাধব।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -