সিমলা: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির শিমলা সফর নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু। খবরে প্রকাশ, একটি বিজ্ঞাপনী শ্যুটিংয়ের জন্য পাঁচদিনের হিমাচল প্রদেশ সফরে এসেছেন সস্ত্রীক মাহি। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ফার্স্ট কাপল-এর পাঁচদিনের যাবতীয় ব্যয়ভারের দায়িত্ব নিয়েছে বিজেপি শাসিত রাজ্য সরকার।


এই নিয়ে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করেছে বিরোধী কংগ্রেস। দলের প্রদেশ সভাপতি সুখবিন্দর সিংহ বলেন, আমি ধোনিকে ক্রিকেটার ও মানুষ হিসেবে শ্রদ্ধা করি। কিন্তু, তা সত্বেও বলছি, করদাতাদের টাকায় তাঁর সফরের খরচের ভার বহন করা উচিত নয় রাজ্য সরকারের।  তিনি প্রাক্তন অধিনায়ক বলে এই সুবিধা পেতে পারেন না।


যদিও, নিজেদের সিদ্ধান্তে অনড় বিজেপি সরকার। হিমাচল মন্ত্রিসভার অন্যতম সদস্য বিপিন পারমার বলেন, ধোনি বিশ্বকাপজয়ী অধিনায়ক। হিমাচলে তিনি সবসময় স্বাগত। তাঁর মতো একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদকে সম্মান জানানো কোনও অপরাধ নয়। তিনি যোগ করেন, ধোনিকে কোনও আলাদা সুবিধা দেওয়া হচ্ছে না। অন্য ক্রীড়াবিদরা রাজ্যে এলে, তাঁরাও সমান অভ্যর্থনা পাবেন।