লখনউ: অযোধ্যার ১৪ কোশি পরিক্রমা মার্গ এবং মথুরাকে তীর্থকেন্দ্র হিসেবে ঘোষণা করে এই দু’টি স্থানে মদ ও আমিষ পুরোপুরি নিষিদ্ধ করার কথা ভাবছে উত্তরপ্রদেশ সরকার। সংবাদসংস্থা পিটিআই-কে উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মা জানিয়েছেন, ‘কোটি কোটি পুণ্যার্থী অযোধ্যা ও মথুরায় আমিষ খাবার ও মদ বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। তাঁদের এই দাবিকে সম্মান জানিয়ে রাজ্য সরকার অযোধ্যার ১৪ কোশি পরিক্রমা মার্গ এবং কৃষ্ণর জন্মস্থান মথুরাকে তীর্থস্থান হিসেবে ঘোষণা করার কথা ভাবছে। সেটা হলেই স্বাভাবিকভাবে আমিষ খাবার ও মদ বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ হয়ে যাবে।’

উত্তরপ্রদেশের এই মন্ত্রী আরও জানিয়েছেন, বৃন্দাবন, বরসানা, নন্দগাঁও, গিরিরাজজি ও গোবর্ধনের সপ্তকোশি পরিক্রমা অঞ্চলকে ইতিমধ্যেই তীর্থকেন্দ্র ঘোষণা করা হয়েছে। সেখানে মদ ও আমিষ নিষিদ্ধ। অযোধ্যা ও মথুরাতেও সেটা হতে পারে।