মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেনের ভাড়া হবে প্রায় তিন হাজার টাকা, জানালেন প্রকল্পের এক কর্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Sep 2019 08:40 PM (IST)
বুলেট ট্রেনে মুম্বই-আমদাবাদের ভাড়া হবে প্রায় তিন হাজার টাকা। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল)-এর এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
আমদাবাদ: বুলেট ট্রেনে মুম্বই-আমদাবাদের ভাড়া হবে প্রায় তিন হাজার টাকা। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল)-এর এক আধিকারিক এ কথা জানিয়েছেন। মুম্বই-আমদাবাদ হাই স্পিড রেল করিডোর (বুলেট ট্রেন প্রকল্প)-এর জন্য মোট ১,৩৮০ হেক্টর জমি অধিগ্রহণ প্রয়োজন। এখনও পর্যন্ত ৬২২ হেক্টর বা ৪৫ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক। এনএইচএসআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর অচল খারে বলেছেন, ২০২৩-র সময়সীমার কথা মাথায় রেখে প্রকল্প নিয়ে কাজ চলছে। তিনি আরও বলেছেন, প্রকল্প সম্পূর্ণ হওযার পর দিনে ৭০ ট্রিপ হবে। সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত উভয় দিক থেকে বুলেট ট্রেন ৩৫ বার করে যাতায়াত করবে। টিকিটের দাম হবে প্রায় ৩০০০ টাকা। খারে জানিয়েছেন, বুলেট ট্রেন প্রকল্পের পথে চারটি বড় সিভিল ওয়ার্ক প্যাকেজের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। নির্মাণের কাজ ২০২০-র মার্চ থেকে শুরু হতে পারে।