বলরামপুর: উত্তর প্রদেশের বলরামপুরে এক প্রাথমিক স্কুলের মধ্যে হাই টেনশন তার এসে পড়ায় ৫০ জনের মত ছাত্রছাত্রী আহত হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

বলরামপুরের নয়ানগর বিষ্ণুপুর এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, ছাত্রছাত্রীরা বিপন্মুক্ত।

জেলা শাসক জানিয়েছেন, যখন ওই তার এসে স্কুলে পড়ে, তখন ছাত্রছাত্রীরা দূরে ছিল। কিন্তু বৃষ্টির জেরে চত্ত্বরে জল জমে থাকায় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহত ছাত্রছাত্রীদের আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী জেলা শাসককে তদন্তের নির্দেশ দিয়েছেন, বলেছেন, এই ঘটনায় যার বা যাদের দায় রয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে।আহত ছাত্রছাত্রীদের ঠিকমত চিকিৎসারও নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি রাজ্য বিদ্যুৎ নিগমের মুখ্য সচিব ও ম্যানেজিং ডিরেক্টরকে তিনি বলেছেন, হাই টেনশন তার সম্পর্কে রাজ্যবাসীর মধ্যে সচেতনতামূলক প্রচার চালাতে ও দরকার পড়লে এ ধরনের তারের মেরামত করতে। এ ব্যাপারে কোনওরকম গাফিলতি দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন।

বিদ্যুৎ দফতরের ২ কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে, সংশ্লিষ্ট জুনিয়র ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত স্কুলগুলির পরিস্থিতি খতিয়ে দেখে বিদ্যুৎ থেকে এ ধরনের কোনও বিপদের আশঙ্কা থাকলে তা দ্রুত সরিয়ে দিতে বলা হয়েছে।