নবি মুম্বই, থানের বিস্তীর্ণ অঞ্চলও বিদ্যুৎহীন। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) সূত্রে খবর, টাটার ইনকামিং ইলেকট্রিক সাপ্পাই ব্যাহত হওয়ার জেরেই এই বিদ্যুৎ বিপর্যয়। টাটার গ্রিড ফেলইয়র হওয়াতেই এই সমস্যা। ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছেন যাত্রীরা। সূত্রের খবর, বিদ্যুৎহীন হয়ে পড়ে কিছু হাসপাতালও। ব্যাহত হয়েছে পরিষেবা।
সকাল পৌনে ১১ টা নাগাদ এই সমস্যার সূত্রপাত। কিন্তু বহুক্ষণ পরেও সমস্যার সমাধান হয়নি। বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের তরফে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলছে।