ত্রিপোলি: লিবিয়ায় অপহৃত হওয়া ৭ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। টিউনিসিয়ার ভারতীয় রাষ্ট্রদূত এ খবর দিয়েছেন। দেশে ফিরে আসার জন্য ১৪ সেপ্টেম্বর এঁরা ত্রিপোলি বিমানবন্দর আসছিলেন। পথে অপহরণ  করা হয় তাঁদের।


এই ভারতীয়দের বেশিরভাগ অন্ধ্র প্রদেশের বাসিন্দা। এছাড়া বিহার ও গুজরাতের মানুষও রয়েছেন। কারা তাঁদের ধরে নিয়ে গিয়েছিল এখনও পরিষ্কার নয়।

লিবিয়ায় ভারতের দূতাবাস নেই। টিউনিসিয়ার ভারতীয় দূতাবাস লিবিয়ায় বসবাসকারী ভারতীয়দের দেখাশোনা করে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, অপহৃত ভারতীয়রা কনস্ট্রাকশন ও অয়েল কোম্পানিতে কাজ করেন।  ভারতীয় বিদেশ মন্ত্রক ২০১৫ সালে নির্দেশিকা দিয়ে ভারতীয় নাগরিকদের লিবিয়া ছাড়তে বলে কারণ সেখানকার পরিস্থিতি অনুরূপ নয়। পরে নিরাপত্তার কারণে লিবিয়া যাওয়ার পর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। সেই নিষেধাজ্ঞা এখনও রয়েছে।