১.৭ কোটি টাকার ‘তিমির বমি’ বিক্রির অভিযোগে গ্রেফতার মুম্বইয়ের এক ব্যক্তি
Web Desk, ABP Ananda | 18 Jun 2019 09:26 PM (IST)
তিমির অন্ত্রে থাকা এক ধরনের তরল পদার্থ অ্যাম্বারগ্রিস নামে পরিচিত। এটি সমুদ্রের জলে ভাসতে থাকে।
মুম্বই: ১.৩ কেজি অ্যাম্বারগ্রিস (তিমির বমি) ১.৭ কোটি টাকায় বিক্রির অভিযোগে মুম্বইয়ের এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। ধৃতের নাম রাহুল দুপারে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার যৌথ অভিযান চালায় পুলিশ ও বন দফতর। সেই অভিযানেই নিষিদ্ধ বস্তু সহ ধরা পড়েন রাহুল। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিমির অন্ত্রে থাকা এক ধরনের তরল পদার্থ অ্যাম্বারগ্রিস নামে পরিচিত। এটি সমুদ্রের জলে ভাসতে থাকে। সুগন্ধী তৈরির ক্ষেত্রে এই অ্যাম্বারগ্রিসের চাহিদা ব্যাপক। এই পদার্থটি অত্যন্ত দামী।