লখনউ: বুলন্দশহরে গতকাল নিহত পুলিশ ইনস্পেক্টর সুবোধ সিংহের ছেলে অভিষেক সিংহের প্রশ্ন, আমার বাবা তো হিন্দু-মুসলিম বিতর্কে প্রাণ হারালেন। এবার কার বাবার পালা। সোমবার যোগীরাজ্যে গোহত্যার অভিযোগকে কেন্দ্র করে প্রবল অশান্তির মধ্যে উন্মত্ত জনতার হাতে নৃশংস ভাবে প্রাণ হারান সুবোধ। পুলিশকর্মীদের ওপর হামলায় ২০ বছরের একটি ছেলেও প্রাণ হারায় গতকাল। ঘটনায় নাম জড়িয়েছে গেরুয়া শিবিরের লোকজনের। কয়েকজন গ্রেফতার হয়েছে।
২০১৫ সালে দাদরির বাসিন্দা মহম্মদ আখলাককে গোমাংস খাওয়ার গুজবের জেরে পিটিয়ে মারার অভিযোগের ব্যাপারে প্রথম দিকে তদন্ত করেছিলেন সুবোধ। তাঁর বোন সুনিতা সিংহের অভিযোগ, পু্লিশের ষড়যন্ত্রেই মরতে হয়েছে ভাইকে। তিনি বলেছেন, ভাই গোহত্যা মামলার (আখলাক গণপিটুনি মামলা) তদন্ত করছিল বলে পুলিশই চক্রান্ত করে তাকে মেরে দিল। ওকে শহিদের মর্যাদা দিয়ে আমাদের গ্রামে ওর নামে স্মারক বেদি বানাতে হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, মানছি গরু আমাদের মা। তার জন্যই ভাইয়ের প্রাণ গেল। মুখ্যমন্ত্রী গরু, গরু, গরু বলে চিত্কার করেন। কেন উনি গোরক্ষায় নামেন না তাহলে?
নিহত বাবার সঙ্গে শেষবার যখন কথা হয়, তিনি তাকে পড়াশোনা কেমন চলছে, খাওয়া হয়েছে কিনা, এসব জানতে চেয়েছিলেন বলে জানান অভিষেক। এও জানান, সুবোধ তাকে একজন সত্ নাগরিক হতে বলেছিলেন, যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, হিংসার রাস্তায় পা দেয় না।