কলকাতা: বারুইপুরে অজানা আতঙ্কে খোদ পুলিশকর্মী। তাঁর পরিবারের দাবি, হঠাৎ করেই ঘরের বিভিন্ন অংশে জ্বলে উঠছে আগুন। কিন্তু আগুনের উৎস নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বারুইপুর থানার দ্বারস্থ পুলিশ কর্মীর পরিবার। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানমঞ্চের সদস্যরা।

কখনও বিছানার গদি, কখনও চাদর বা দড়িতে ঝোলানো গামছা, আচমকাই আগুন লাগছে বলে দাবি পরিবারের সদস্যদের। তাঁরা সকলেই আতঙ্কে আছেন। কী কারণে আগুন লাগছে, কেউই বুঝতে পারছেন না। অশুভ শক্তির কাজ কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বাড়িতে পুজোর ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সারাদিন ধরে সমস্ত দরজা বন্ধ রাখা হচ্ছে। আগুন লাগার উৎস খোঁজার চেষ্টা করছেন প্রত্যেকে। যদিও কোনও সদুত্তর পাচ্ছেন না।



পরিবারের এক মহিলা সদস্য বলেছেন, ‘যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে। ধরুন গামছা ঝুলছে আর আচমকাই তাতে আগুন লেগে যাচ্ছে। কখনও আবার পর্দায় আগুন লাগছে।’ আর একজনের কথায়, ‘এক ঘরে থাকলে অন্য ঘরে আগুন লেগে যাচ্ছে। এক সপ্তাহ ধরে এমন ঘটছে।’ বাড়ির কর্তা তথা ওই পুলিশকর্মী বলেছেন, ‘আগুন লাগার জন্যই আরও আতঙ্কিত লাগছে। কারণ যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে রাত ৯টার পর থেকে কোনওদিন এই অগ্নিকাণ্ড ঘটেনি।’

ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন রাজ্যের বিজ্ঞাম মঞ্চের সদস্যরা। তাঁদেরই একজন বলেছেন, ‘মনে হয় এর সঙ্গে মানুষই জড়িত। কোনও উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হচ্ছে বলেই আমাদের মনে হয়েছে। বাড়িতে যাঁরা রয়েছেন, কেউই সন্দেহের ঊর্ধ্বে নন। খুব পরিচিত লোকই এই কাজ ঘটাচ্ছে। বিভিন্ন পুড়ে যাওয়া জিনিসের নমুনা আমরা নিয়ে যাচ্ছি। কোনও রাসায়নিক কারণে আগুন লাগছে কি না দেখব।’