কোহিমা: ১৯৬৩ সালে আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে নাগাল্যান্ড। কিন্তু এতদিন সেখানকার বিধানসভায় জাতীয় সঙ্গীত বাজেনি। প্রথমবার জাতীয় সঙ্গীত বাজল নাগাল্যান্ডের বিধানসভায়। এ মাসের ১২ তারিখ বিধানসভার অধিবেশনে ভাষণ দেন রাজ্যপাল আর এন রবি। তার আগে জাতীয় সঙ্গীত বাজে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।
নাগাল্যান্ড বিধানসভায় জাতীয় সঙ্গীত বাজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিরাপত্তা আধিকারিক নীতীন এ গোখেল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিধানসভার সব সদস্য উঠে দাঁড়িয়ে জন-গণ-মন গাইছেন।
নাগাল্যান্ডের মন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি তেমজেন ইমনা আলং বলেছেন, প্রথমবার বিধানসভায় জাতীয় সঙ্গীত বাজায় ইতিহাস তৈরি হয়েছে।
১৯৬৩ সালের আগে পর্যন্ত অসমের অংশ ছিল নাগাল্যান্ড। ১৯৬৩ সালের ১ ডিসেম্বর আলাদা রাজ্য হিসেবে স্বীকৃতি পায় নাগাল্যান্ড। রাজধানী হয় কোহিমা। ১৯৬৪ সালের জানুয়ারিতে প্রথম বিধানসভা নির্বাচনের পর ১১ ফেব্রুয়ারি প্রথম বিধানসভা গঠিত হয়। কিন্তু তারপর থেকে এতদিন পর্যন্ত এই বিধানসভায় কোনওদিন জাতীয় সঙ্গীত বাজেনি। ফলে এবার ইতিহাস তৈরি হল।
স্বাধীনতার পর বারবার জঙ্গি সমস্যা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অশান্ত, রক্তাক্ত হয়ে উঠেছে নাগাল্যান্ড। হিংসার কারণে এই রাজ্য দেশের অন্যান্য অঞ্চলগুলির তুলনায় অনুন্নত থেকে গিয়েছে। তবে সরকার অশান্তি মিটিয়ে এই রাজ্যের উন্নতি করার চেষ্টা করছে।
নাগাল্যান্ড বিধানসভার কমিশনার ও সচিব পি জে অ্যান্টনি জানিয়েছেন, অজানা কারণে এতদিন বিধানসভা অধিবেশনে জাতীয় সঙ্গীত বাজানো হয়নি। বিধানসভার সব সদস্যই জাতীয় সঙ্গীতকে স্বাগত জানিয়েছেন।