নয়াদিল্লি: আগামী ২২ ফেব্রুয়ারি হতে চলেছে অ্যামাজন ফ্যাব ফোনস ফেস্ট। বিভিন্ন স্মার্টফোনের ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট মিলবে এই ফেস্টে। কোটাক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ও ইএমআই ট্রানজাকশনে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। চারদিনের এই সেল শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। ই-কমার্স এই সাইট এই ফেস্টে নো-কস্ট ইএমআই অপশন, ডিসকাউন্ট কুপন ও এক্সচেঞ্চ অফারও দেবে। এখন দেখে নেওয়া যাক, অ্যামাজন ফ্যাব ফোনস ফেস্টে স্মার্টফোন কেনার সেরা অফারগুলি।
অ্যামাজন কর্তৃক প্রকাশিত সেল পেজ অনুসারে, ওয়ানপ্লাস ৮টি পাওয়া যাবে ৩৬,৯৯৯ টাকা দামে। ভারতে লঞ্চের সময় এর দাম ছিল ৪২,৯৯৯ টাকা। এর অর্থ OnePlus 8T-তে পাওযা যাবে ৬,০০০ টাকার ডিসকাউন্ট। অ্যামাজন ৩০০০ টাকার ডিসকাউন্ট কুপন ও ব্যাঙ্ক অফার দেবে। এতেই দাম কমে হবে ৩৬,৯৯৯ টাকা।
OnePlus 8 Pro 5G কেনার ক্ষেত্রে অ্যামাজনে ৪ হাজার টাকার ডিসকাউন্ট কুপন দেবে অ্যামাজন। এক্ষেত্রেও থাকছে ব্যাঙ্ক অফার, এতেই এই ফ্ল্যাগশিপ ফোনের দাম কমে যাবে। অ্যামাজনের লিস্টিং অনুসারে, এই ওয়ানপ্লাস ফোনের দাম হবে ৪৭,৯৯৯ টাকা। ওয়ানপ্লাস ওয়েবসাইটের তালিকায় এই ফোনের দাম ৫৪,৯৯৯ টাকা।
iPhone 12 mini ফোন ফের মিলবে ৬৪,৯৯০ টাকায়। এর আগের অ্যামাজন সেলে কেনার সুযোগ হাতছাড়া হয়ে থাকলে নতুন আইফোন ১২ সিরিজ ফোন ডিসকাউন্ট দামে পাওয়া যাবে।ভারতে লঞ্চের সময় এর দাম ছিল ৬৯,৯০০ টাকা। এর অর্থ, অ্যামাজনে কিনলে দাম ৪,৯১০ টাকা কম হবে।
Vivo X50 সিরিজের ফোনও এই সেলে পাওয়া যাবে ৫০০০ টাকার ডিসকাউন্ট অফারে, যা শুধু প্রিপেড অর্ডারেই প্রযোজ্য থাকবে। Samsung Galaxy M51-র দাম থাকবে ২২,৯৯৯ টাকা। যদিও সাইটে এখনও একই প্রাইস ট্যাগ দেখাচ্ছে। তবে এক্ষেত্রে ক্রেতারা সেল শুরু হলে ভালো ব্যাঙ্ক অফার বা ডিসকাউন্ট কুপন পাওয়া যেতে পারে। OnePlus Nord, Vivo V20-এর মতো অন্যান্য ফোনগুলিতেও ডিসকাউন্ট পাওয়া যাবে।
Amazon Fab Phone Fest sale: শুরু ২২ ফেব্রুয়ারি থেকে, বিভিন্ন স্মার্টফোনে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2021 12:35 AM (IST)
আগামী ২২ ফেব্রুয়ারি হতে চলেছে অ্যামাজন ফ্যাব ফোনস ফেস্ট। বিভিন্ন স্মার্টফোনের ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট মিলবে এই ফেস্টে। কোটাক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ও ইএমআই ট্রানজাকশনে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। চারদিনের এই সেল শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।
অ্যামাজন ফ্যাব ফোনস ফেস্ট
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -