নাগপুর: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে সুপারসনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) এক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হল। ধৃত ব্যক্তি ডিআরডিও-র ওয়ার্ধা রোড কেন্দ্রে উৎপাদন বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।
তদন্তকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, ‘ধৃত ব্যক্তির নাম ইশান্ত অগ্রবাল। তাঁর কাছ থেকে সুপারসনিক ব্রহ্মস ক্রুজ মিসাইল সংক্রান্ত তথ্য আদায় করার জন্য সুন্দরী মহিলাকে ব্যবহার করে ফাঁদ পেতেছিল আইএসআই। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ এবং মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের সন্ত্রাস-দমন শাখার যৌথ অভিযানে ইশান্তকে পাকড়াও করা হয়েছে। তাঁর কাছ থেকে বেশ কিছু নথি-পত্র পেয়েছি আমরা। সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইনে মামলা দায়ের করা হয়েছে।’
‘প্রেমের ফাঁদে জড়িয়ে’ আইএসআই-কে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গোপন তথ্য পাচারের অভিযোগে ধৃত ইঞ্জিনিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
08 Oct 2018 04:45 PM (IST)
ছবি সৌজন্যে পিটিআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -