মুম্বই: টি সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করা মহিলা পিছিয়ে গেলেন শেষ পর্যন্ত। গতকাল মুম্বইয়ের ওশিওয়াড়া পুলিশ স্টেশনে তিনি অভিযোগ করেন, ভূষণ কুমার কাজ দেওয়ার অছিলায় তাঁকে যৌন উৎপীড়ন করেছেন। এরপর থেকে তাঁকে নিয়মিত হুমকিও দিচ্ছেন তিনি। কিন্তু আজ সকালে প্রত্যাহার করে নেওয়া হয় সেই অভিযোগ।

ভূষণ কুমারের অবশ্য দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে। স্রেফ বদনাম করতে এ ধরনের মিথ্যে অভিযোগ আনছেন এক শ্রেণির মহিলা, বিষয়টা খুবই হতাশাজনক। এবিপি আনন্দ ওশিওয়াড়া পুলিশ স্টেশনে যোগাযোগ করলে জানা যায়, ভূষণের বিরুদ্ধে অভিযোগ করা হয় ঠিকই কিন্তু আজ সকালে তা প্রত্যাহার করা হয়েছে।



যৌন নিগ্রহের অভিযোগ করা মহিলা তাঁর অভিযোগপত্রে লেখেন, ভূমি ছবির প্রিমিয়ারে তাঁর সঙ্গে প্রয়াত গুলশন কুমারের ছেলে ও টি সিরিজ চেয়ারম্যান ভূষণ কুমারের দেখা হয়। তখনই ভূষণ কুমার তাঁর ফোন নম্বর নেন। ২০১৭-র সেপ্টেম্বরে তিনি ভূষণকে এসএমএস করেন, ভূষণ জবাবও দেন। আমন্ত্রণ করেন দীপাবলির পার্টিতে। তিনি এসএমএস করে জানান যে তিনি অভিনেত্রী হতে চান। তাতে ভূষণ কুমার তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন, বলেন যে ওই অ্যাপের মাধ্যমে তাঁরা চ্যাট করবেন। এরপর ভূষণের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন তিনি।

এর আগেও ভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা অভিযোগ করেন, ভূষণ কুমার তাঁর টি সিরিজ প্রযোজনা সংস্থার তিনটি ছবিতে গান গাওয়ার সুযোগ দেওয়ার বদলে তাঁকে যৌন সম্পর্কের জন্য চাপ দেন। সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলে ভূষণ তাঁকে হুমকি দেন, এ ব্যাপারে জানাজানি করলে কেরিয়ার শেষ করে দেওয়া হবে। সেই অভিযোগও ভূষণ কুমার অস্বীকার করেন। তাঁর স্ত্রী দিব্যা খোসলা কুমারও দাঁড়ান স্বামীর পাশে।