মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের রহস্যমৃত্যুর পর থেকেই বলিউডের মাদক-যোগ নিয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একাধিক তারকাকে গ্রেফতার বা জেরা করা হয়েছে। এবার তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন বলিউডের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর। গত বছরের জুলাইয়ে কর্ণর বাসভবনে একটি পার্টি আয়োজন করা হয়। সেই পার্টিতে হাজির ছিলেন অনেক তারকাই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেই পার্টিতে দেদার মাদক গ্রহণ করছেন তারকারা। এবার এই ভিডিওর বিষয়ে কর্ণর কাছ থেকে ব্যাখ্যা চাইল এনসিবি। যদিও তদন্তকারীরা জানিয়েছেন, কর্ণকে হাজিরা দিতে হবে না। শুধু ওই পার্টির বিষয়ে ব্যাখ্যা দিলেই হবে। কর্ণ চাইলে তাঁর প্রতিনিধি হিসেবে কাউকে পাঠাতে পারেন। এর আগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কপূর, অর্জুন রামপালের মতো বলিউডের প্রথমসারির তারকাদের জেরা করেছে এনসিবি। আজ কর্ণর ঘনিষ্ঠ সহযোগীদেরও সমন পাঠানো হয়েছে। এরপরেই কর্ণকেও সমন পাঠানোর জল্পনা শুরু হয়। যদিও এনসিবি সূত্রে খবর, আপাতত কর্ণকে জেরা করা হচ্ছে না। সুশান্তের মৃত্যুর পর মাদক-যোগের অভিযোগে প্রথমে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিককে। গত মাসে গ্রেফতার হন কমেডিয়ান ভারতী সিংহ ও তাঁর স্বামী হর্ষ লিম্বাছিয়া। তাঁদের বাড়ি থেকে গাঁজা পাওয়া যায় বলে অভিযোগ। মাদক আইনের ২০ (বি) (২) (এ) (সামান্য পরিমাণে মাদক রাখা), ৮ (সি) (মাদক রাখা) ও ২৭ ( মাদক ব্যবহার) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে অবশ্য তাঁরা জামিন পেয়ে গিয়েছেন। তবে এনসিবি বলিউডের মাদক-যোগের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। চলচ্চিত্র নির্মাতা ফিরোজ নাদিয়াদওয়ালার বাড়িতেও তল্লাশি চালিয়েছে এনসিবি। ফিরোজের স্ত্রী শাবিনাকে গ্রেফতার করা হয়। অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে টানা জেরা করেছেন এনসিবি আধিকারিকরা। জেরা করা হয় গ্যাব্রিয়েলার ভাই আজিসিলাওসকেও। অর্জুনের বন্ধু পল বার্তেলকে গ্রেফতার করা হয়। এনসিবি সূত্রে খবর, গ্যাব্রিয়েলা ও তাঁর ভাইকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসে পল বার্তেলের নাম। তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তকারীদের হাতে আসে। জানা যায়, বার্তেল এখানে নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্যাব্রিয়েলার বিরুদ্ধে মাদক যোগের তেমন কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে এনসিবি সূত্রে জানা গিয়েছে।