মহারাষ্ট্র: শিবসেনার আশাভঙ্গ, বিরোধী আসনে বসবেন, জানালেন শরদ পওয়ার
ABP Ananda, Web Desk | 02 Nov 2019 11:08 AM (IST)
মুখ্যমন্ত্রী পদ নিয়ে সেনা-বিজেপি ঝামেলাকে শিশুসুলভ আখ্যা দিয়েছেন তিনি।
নয়াদিল্লি: বিজেপিকে দূরে সরিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ার জন্য যাবতীয় সম্ভাবনা খতিয়ে দেখতে ব্যস্ত শিবসেনা। কিন্তু তাদের আশায় জল ঢেলে দিল এনসিপি। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার জানিয়েছেন, তাঁর দল সরকার গড়তে আগ্রহী নয়, তারা বিরোধী আসনে বসবে। শিবসেনা চেষ্টা করছিল কীভাবে বিজেপিকে বাদ দিয়ে এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়া যায়। ইতিমধ্যেই শরদ পওয়ারের সঙ্গে দেখা করেছে তারা। কংগ্রেসও ভাবনাচিন্তা করছে বাইরে থেকে সেনা সরকারকে সমর্থন দেওয়ার। কিন্তু বহু রাজনৈতিক যুদ্ধের কুশলী সৈনিক পওয়ার গতকাল জানিয়ে দিয়েছেন, তাঁর দলকে বিরোধী আসনে বসার জন্য ভোট দিয়েছেন মানুষ, তাঁরা সেই জনাদেশ পালন করবেন। মুখ্যমন্ত্রী পদ নিয়ে সেনা-বিজেপি ঝামেলাকে শিশুসুলভ আখ্যা দিয়েছেন তিনি। পওয়ার জানিয়েছেন, বাইরে থেকে সমর্থন করে শিবসেনাকে সরকার গড়তে দেওয়া নিয়ে তাঁর দলের মধ্যে কোনও আলোচনা হয়নি। তাঁদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই, জনতার রায় মাথা পেতে নিয়েছেন তাঁরা। দায়িত্বশীল বিরোধী হিসেবে কাজ করাই এখন তাঁদের লক্ষ্য। এদিকে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সেনা-বিজেপি দ্বন্দ্ব এখনও চলছে। আড়াই বছরের জন্য নিজেদের প্রার্থীকে মুখ্যমন্ত্রী পদে দেখতে অনড় শিবসেনা। ওদিকে বিজেপিও জানিয়ে দিয়েছে, একক সংখ্যাগরিষ্ঠ তারা, অতএব তাদের প্রার্থীই ৫ বছর মুখ্যমন্ত্রী থাকবেন।