মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল জাতীয় মহিলা কমিশন
Web Desk, ABP Ananda | 14 Jan 2019 08:33 PM (IST)
নয়াদিল্লি: মহিলাদের কুমারীত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলল জাতীয় মহিলা কমিশন। পশ্চিমবঙ্গের ডিজিপি-কে এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছে মহিলা কমিশন। এই অধ্যাপকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাও জানাতে বলেছে মহিলা কমিশন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে অধ্যাপক লেখেন, ‘অনেক ছেলে এখনও বোকা, যারা কুমারী মেয়েকে স্ত্রী হিসেবে বিয়ে করার কথা ভাবে না। একটি মেয়ে কুমারীত্ব নিয়ে জন্মায়। সেই কুমারী স্ত্রী দেবদূতের মতো।’ এই পোস্ট নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এর জেরে এবার নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশনও।