কারেং চাপোরি (অসম): পূর্বতন সরকারের আমলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে ঢিলেমি দেখা যেত, তার পরিবর্তন করেছে বর্তমান সরকার। মঙ্গলবার, অসমের বোগিবিলে দেশের বৃহত্তম রেল-সড়ক সেতুর উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউপিএ সরকারকে আক্রমণ করে তিনি বলেন, আমরা ঢিলেমি কর্মসংস্কৃতির অভ্যাসকে পাল্টে দিয়েছি। এখন যে কোনও প্রকল্পকে সময়ের মধ্যে শেষ করাটা শুধুমাত্র খাতায় কলমে সীমাবদ্ধ নয়। তা বাস্তবে পরিণত। মোদি যোগ করেন, অটলবিহারী বাজপেয়ী যদি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হতেন, তাহলে এই সেতু ২০০৮-০৯ সালেই তৈরি হয়ে যেত। কিন্তু, বাজপেয়ী জমানার পরে যারা দেশ শাসনের ক্ষমতায় ছিলেন, তারা তা গুরুত্ব দেননি। ২০১৪ সালে এই সেতু-নির্মাণকে গুরুত্ব দেওয়া হয়।
বোগিবিল সেতু সম্পর্কে মোদি জানান, এটা কোনও সাধারণ সেতু নয়। এটা অসম ও অরুনাচল প্রদেশের কোটি কোটি মানুষের কাছে জীবনরেখা হয়ে উঠবে। এই সেতুর ফলে, অসমর ডিব্রুগড় থেকে অরুনাচলের নাহরলাগুনের দূরত্ব ৭০০ কিলোমিটার থেকে কমে ২০০ কিলোমিটার হবে বলে জানান মোদি।
পূর্বতন জমানার ঢিলে কর্মসংস্কৃতির অভ্যাস পাল্টে দিয়েছে বর্তমান সরকার, ইউপিএ-কে কটাক্ষ মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2018 06:27 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -