নয়াদিল্লি: আগেও তিনি সাবধান করেছিলেন। আবারও করলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, সামনেই উৎসবের মরসুম। তারপর শীতকাল। করোনার বড় ধাক্কার জন্য তৈরি থাকুন। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে থাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠক করেন হর্ষবর্ধন। সেখানেই তিনি আবার এই আশঙ্কার কথা প্রকাশ করেন।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, '১০ মাস হতে চলল আমরা করোনার সঙ্গে লড়ছি। গত ৮ জানুয়ারি আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ দলের সঙ্গে প্রথম বৈঠক করেছিলাম। সেই থেকে নিরন্তর লড়াই চলেই যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি, করোনার বিরুদ্ধে লড়ার জন্য আমরা ভাল পরিকাঠামো গড়ে তুলতে পেরেছি।'
তবে সেই সঙ্গে হর্ষ বর্ধন বলেন, যতক্ষণ না ভ্যাকসিন আসছে, ততক্ষণ কোনও নিশ্চিন্ত হওয়ার জায়গা নেই। তিনি আরও বলেন একটি ভ্যাকসিন এখন ট্রায়ালের তৃতীয় স্তরে আছে। দুটি আছে পরীক্ষা নিরীক্ষার দ্বিতীয় স্তরে।
এর আগেও এই বিষয়ে একই বক্তব্য রেখেছিলেন হর্ষ বর্ধন। তিনি বলেছিলেন, আমি এত কিছু বলছি দেশের স্বাস্থ্যমন্ত্রী পদে আছি বলেই, মানুষের জীবনরক্ষা করা আমার কর্তব্য। উতসবের কালে আমরা কোভিড-১৯ গাইডলাইন পালনে গাফিলতি করলে করোনা ফের মারাত্মক চেহারা ধারণ করে আমাদের গভীর সমস্যায় ফেলবে। এটাই সত্যি। কোনও ধর্মীয় নেতাই বলবেন না, উত্সব পালন করতে গিয়ে লোকের জীবন বিপন্ন হোক। কোনও ঈশ্বরই বলেননি, পুজো করতে শুধু পুজো মন্ডপেই যেতে হয়।
ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ১২ হাজার ১৬১ জনের।একদিনে মৃত ৮৯৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৮০। একদিনে মৃত্যু বাড়ল তিরিশ শতাংশের বেশি। দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৬৩ হাজার ৩৭১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৭০৮। দেশে মোট আক্রান্ত ৭৩ লক্ষ ৭০ হাজার ৪৬৯।
একে উৎসব, তারপর শীত, করোনার বড় ধাক্কা আসতে পারে, সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2020 08:16 AM (IST)
পুজোর মরসুমে লোকজন সুরক্ষাবিধির তোয়াক্কা না করে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করলে মানুষের ঢল নামবে, যার ফলে সংক্রমণে লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে। তারপর আবার শীতকাল!
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -