নয়াদিল্লি: ২০১২ সালের নির্ভয়া গণধর্ষণ ও হত্যামামলার অন্যতম সাজাপ্রাপ্ত মুকেশের রিট পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। আদালতের তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আবেদনের মধ্যে কোনও সারবত্তা নেই। আবেদনকারী দাবি করেছে, তার ওপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু, সব তথ্য ও নথি রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়েছে। তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয় সবকিছুই বিচার করেছেন।
প্রসঙ্গত, নির্ভয়া কাণ্ডে চার দোষীর মধ্যে মাত্র একমাত্র মুকেশ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আবেদন করে। রাষ্ট্রপতি তা খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের বিচারবিভাগীয় পর্যালোচনার দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুকেশ।
এখন, সর্বোচ্চ আদালত প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেওয়ায় মুকেশের সামনে আর কোনও আইনি পথ কোথা রইল না। ফাঁসিই হতে চলেছে নির্ভয়া কাণ্ডে দোষী মুকেশ সিংহের। শনিবার সকাল সাতটায় চার দোষীর ফাঁসি হওয়ার কথা।
বৃহস্পতিবার তিহাড় জেলে যাচ্ছেন ফাঁসুড়েরা। ইতিমধ্যে ফাঁসিঘর পরিদর্শন করেছেন তিহাড় জেলের ডিজি। এদিকে, তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, আরেক সাজাপ্রাপ্ত অক্ষয় কিউরেটিভ পিটিশন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে বুধবার।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নির্ভয়াকাণ্ড: ‘রাষ্ট্রপতি সবকিছু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিয়েছেন’, মুকেশের আর্জি খারিজ করে রায় সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jan 2020 11:15 AM (IST)
আদালতের তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আবেদনের মধ্যে কোনও সারবত্তা নেই।
রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয় সবকিছুই বিচার করেছেন।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -