নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার যে আবেদন পাঠানো হয়েছে, তাতে সই করেনি বলে দাবি করল নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত বিনয় শর্মা। সে এই আর্জি প্রত্যাহারের দাবিও জানিয়েছে। রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো চিঠিতে বিনয়ের আইনজীবী এ পি সিংহ বলেছেন, তাঁর মক্কেলের সম্মতি ছাড়াই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানানো হয়েছে। চক্রান্ত করা হচ্ছে। অবিলম্বে এই আর্জি বাতিল করা হোক।

এর আগে দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিনয়ের আর্জি খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রাখে। হায়দরাবাদের ঘটনার পর নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্তদের সাজা দ্রুত কার্যকর করার দাবি উঠেছে। নির্ভয়ার মা বলেছেন, ‘আমি গত সাত বছর ধরে ন্যায়বিচারের দাবিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছি। দেশের বিচারব্যবস্থা ও সরকারের কাছে আমার আবেদন, যত দ্রুত সম্ভব দোষীদের ফাঁসি দেওয়া হোক।’