নয়াদিল্লি: করোনা ভাইরাস সারানোর জন্য প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলেও, এর মাধ্যমে রোগমুক্তি হয় বলে এখনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল। তিনি আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘প্লাজমা থেরাপি করোনা ভাইরাসের চিকিৎসায় কাজে দিচ্ছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত প্লাজমা থেরাপি পরীক্ষামূলক স্তরে আছে। দেশজুড়ে এই থেরাপি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। প্লাজমা থেরাপির ফলেও জীবন বিপন্ন হতে পারে।’

দিল্লিতে প্লাজমা থেরাপির ফলে এক করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গিয়েছে। এর ফলে দেশজুড়ে প্লাজমা থেরাপি নিয়ে উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই প্লাজমা দান করছেন। আইসিএমআর জানিয়েছে, দেশজুড়ে প্লাজমা থেরাপির পরীক্ষা করা হবে। তবে যে করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা গুরুতর এবং ভেন্টিলেটরে আছেন, শুধু তাঁদের উপরেই প্লাজমা থেরাপির পরীক্ষা করা যেতে পারে।