নয়াদিল্লি: দিল্লিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। আজ নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজারের বেশি হয়ে যেতে পারে। তবে তা সত্ত্বেও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। লকডাউনের প্রয়োজন নেই।’
দিল্লির মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সোমবার রাজ্য সরকার দিল্লি বিপর্যয় মোকাবিলা পর্ষদের সঙ্গে বৈঠক করবে। দিল্লির উপ রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গেও বৈঠক করবে রাজ্য সরকার।
দিল্লিতে লকডাউন জারি করবেন না বলে জানালেও, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। আজ নতুন করে ২২ হাজার করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া উদ্বেগের বিষয়। তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। গতবারের করোনার ঢেউয়ের তথ্য পর্যালোচনা করেই আমি এ কথা বলছি। ২০২১ সালের মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় যতজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং যতজনের মৃত্যু হয়েছিল, তার চেয়ে এখন অনেক কম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এবং মৃত্যুর হারও অনেক কম।’
দিল্লির মুখ্যমন্ত্রী নিজে কয়েকদিন আগে করোনা আক্রান্ত হন। তবে তিনি জানিয়েছেন, এক সপ্তাহ হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।
গতকাল দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হন ২০,১৮১ জন। একদিনে মৃত্যু হয় সাতজনের। পজিটিভিটি রেট বেড়ে হয় ১৯.৬০ শতাংশ।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের বয়স বেশি ছিল এবং কোমর্বিডিটিও ছিল।
দিল্লিতে গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৫৮৬ জন। দিল্লির হাসপাতালগুলিতে করোনা আক্রান্তদের জন্য ১৪,১০৬টি বেড নির্দিষ্ট করে রাখা হয়েছে। তবে বেশিরভাগ বেডই এখনও পর্যন্ত খালি।