দুর্গাপুর: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের মিছিলের অনুমতি দিল না পুলিশ। সূত্রের খবর, দুর্গাপুরের আশিস মার্কেট থেকে চন্ডীদাস বাজার পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু আশিস মার্কেটের কাছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল থাকায় ঐশীদের র্যালির অনুমতি দেয়নি পুলিশ।
জেএনইউ-তে ঐশীদের উপর আক্রমণের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। দিল্লি পুলিশ ও জেএনইউ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ঐশীদের বিরুদ্ধেই ক্যাম্পাসে ভাঙচুর চালানোর অভিযোগ করে জেএনইউ কর্তৃপক্ষ। কিন্তু পরে আবার জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে ভাঙচুরই হয়নি। সার্ভার রুম বন্ধ ছিল। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। কিন্তু এবার নিজের রাজ্যেই মিছিলের অনুমতি পেলেন না ঐশী।
মুখ্যমন্ত্রীর মিছিল, দুর্গাপুরে ঐশীর র্যালির অনুমতি দিল না পুলিশ, দাবি সূত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Feb 2020 07:42 PM (IST)
জেএনইউ-তে ঐশীদের উপর আক্রমণের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -