নয়াদিল্লি: ত্রিপুরায় ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স (এনআরসি) বা জাতীয় নাগরিকপুঞ্জ চালু করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়ে দিল কেন্দ্র। শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতি পেশ করে বলা হয়, বিজয় কুমার রাংখলের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৃহস্পতিবার দেখা করে ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অফ ত্রিপুরা (আইএনপিটি)-র এক প্রতিনিধিদল। সূত্রের খবর, ত্রিপুরায় এনআরসি কার্যকর করা নিয়ে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি ওই বৈঠকে। মন্ত্রক সূত্রে জানিয়ে দেওয়া হয়, ত্রিপুরায় এনআরসি চালু করা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের দাবি, ত্রিপুরায় এনআরসি চালু করা হবে বলে যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হচ্ছে, তা একেবারেই অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।