পানাজি: গোয়া বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠায় বলিউড তারকা সলমন খানের গোয়ায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানাল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)। সলমন প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁকে গোয়ায় ঢুকতে না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তের কাছে আর্জি জানিয়েছে এনএসইউআই। গোয়া বিজেপি-র সাধারণ সম্পাদক নরেন্দ্র সওয়াইকরও বলেছেন, ‘সলমনের আচরণ দুঃখজনক। তাঁর নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত।’
‘রাধে’ ছবির শুটিং করতে গোয়া গিয়েছেন সলমন। গতকাল বিমানবন্দরের এক কর্মী তাঁর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তাতে ক্ষুব্ধ হয়ে মোবাইল ফোনটি কেড়ে নেন এই বলিউড তারকা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। এক আধিকারিক জানিয়েছেন, বিমানবন্দরের কর্মীদের ভিআইপি অতিথিদের সঙ্গে সেলফি না তোলার নির্দেশ দেওয়া হয়েছে।