Omicron Cases in Delhi: দিল্লিতে নতুন করে ওমিক্রন আক্রান্ত আরও ১০

Omicron Variant: দেশে ক্রমেই বাড়ছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩। দিল্লি ছাড়াও কর্ণাটক ও গুজরাতে আক্রান্তের সন্ধান মিলেছে।

Continues below advertisement

নয়াদিল্লি: দেশে করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে। এবার দিল্লিতে নতুন করে ১০ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গেল। এই নিয়ে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০।

Continues below advertisement

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ২০ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে ১০ জনের রিপোর্ট নেগেটিভ আসার পর তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল দিল্লিতে নতুন করে চারজন ওমিক্রন আক্রান্ত হন বলে জানা যায়। তাঁদের প্রত্যেককেই এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের আকার নেয়নি। পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। তবে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ওমিক্রন আক্রান্ত, তাঁদের প্রত্যেকের শারীরিক অবস্থাই স্থিতিশীল। এলএনজেপি হাসপাতালের একটি ওয়ার্ডকে শুধু ওমিক্রন আক্রান্তদের চিকিৎসার জন্য তৈরি রাখা হয়েছে। সেই ওয়ার্ডে আগে ৪০টি বেড ছিল। এখন সেখানে বেডের সংখ্যা বাড়িয়ে ১০০ করে দেওয়া হয়েছে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলেই এই ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্য কমলেও বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৪৭ জন। গতকাল ওই সংখ্যা ছিল ৭ হাজার ৯৭৪।

করোনা সংক্রমণের মধ্যেই চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। পশ্চিমবঙ্গেও ওমিক্রন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সতর্কতা অবলম্বন করেছে। ওমিক্রন মোকাবিলায় একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতু হয়েছে ৩৯১ জনের। গতকাল ওই সংখ্যা ছিল ৩৪৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৮৬৯ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ২৬ হাজার ৪৯।   

Continues below advertisement
Sponsored Links by Taboola