বহরাইচ জেলার বাসিন্দা আব্দুল বরযাত্রীদের নিয়ে বিয়ের আসরে পৌঁছনোর পর সোনার হার ও বাইক পণ হিসেবে দাবি করেন। একটি কোম্পানির বাইকের পরিবর্তে অন্য একটি কোম্পানির মহার্ঘ বাইকের দাবি করেন তিনি। এই দাবি নিয়ে কনের পরিবারের সঙ্গে আব্দুলের বচসা শুরু হয়। আব্দুল বরযাত্রী নিয়ে ফিরে যাওয়ারও হুমকি দেন। এরপর বরের সঙ্গে কনের বাবার তীব্র বাদানুবাদ শুরু হয়। এরইমধ্যে স্থানীয় কিছু লোকজন কনের পরিবারের পাশে দাঁড়ান। বর ও তাঁর সহযোগীদের একটা কামরায় আটকে রাখা হয়। এরপর বরের মাথার চুল কামিয়ে দেওয়া হয়।
ইন্দিরানগরের এসএইচও মুকুল বর্মা বলেছেন, পুলিশকে ঘটনার ব্যাপারে জানানো হয়েছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বর ও বরযাত্রীদের বের করে আনেন। মুকুল বর্মা আরও জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে একটা সমঝোতার চেষ্টাও পুলিশ করে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।