সনিয়া আরও বলেছেন, ‘দেশজুড়ে গড়ে ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে ২২.৫ শতাংশ কম দামে খারিফ শস্য বিক্রি হচ্ছে। কৃষকরা ডাল, সয়াবিন, সূর্যমুখী, বজরা উৎপন্ন করেও দাম পাচ্ছেন না। ধানের দামও পাচ্ছেন না কৃষকরা। ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে ২০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে ধান। এক কুইন্টাল ধানের দর ১,৮৩৫ টাকা। ২০১৯-২০ মরসুমে দেশে ১৪০.৫৭ মিলিয়ন টন খারিফ শস্য উৎপন্ন হওয়ার কথা। কিন্তু যেহেতু ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে ২২.৫ শতাংশ কম দামে শস্য বিক্রি হচ্ছে, তাই কৃষকদের ৫০ হাজার কোটি টাকা ক্ষতি হতে চলেছে। বিজেপি সরকার গত কয়েক বছরে রবিশস্যে ন্যূনতম সহায়ক মূল্য ৪ থেকে ৭ শতাংশ বাড়িয়েছে। ফলে ২০২০-২১ মরসুমে রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে প্রশ্ন রয়েছে। কৃষকদের হেনস্থা বন্ধ করে তাঁদের ফসলের উপযুক্ত দরের ব্যবস্থা করা উচিত সরকারের। সেটাই সরকারের আসল রাজধর্ম।’