জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর কিছুদিন বন্ধ ছিল জঙ্গি হামলা। কিন্তু ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল হওয়ার পর উপত্যকা যখন স্বাভাবিক হচ্ছে, ঠিক তখনই ফের শুরু হয়ে সন্ত্রাসবাদী হানা। শ্রীনগরে গ্রেনেড হামলা, জখম ৬ সিআরপিএফ জওয়ান
Web Desk, ABP Ananda | 26 Oct 2019 08:52 PM (IST)
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর কিছুদিন বন্ধ ছিল জঙ্গি হামলা।
শ্রীনগর: ফের কাশ্মীরে জঙ্গি হামলা। জখম ৬ সিআরপিএফ জওয়ান। এই হামলার ঘটনা ঘটে আজ বিকেল নাগাদ। পুলিশ সূত্রে খবর, সিআরপিএফ জওয়ানরা একটি চেকপোস্টে গাড়ি পরীক্ষা করছিলেন। সেই সময় জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়। তারা গুলিও চালাতে শুরু করে। পাল্টা শূন্যে গুলি চালান নিরাপত্তারক্ষীরা। মিনিট ১৫ ধরে চলে গুলির লড়াই। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।