নয়াদিল্লি: স্মার্টফোনের বাজারে ওয়ানপ্লাস জনপ্রিয় ব্র্যান্ড। ওয়ান প্লাস ৮ প্রো এবং ওয়ান প্লাস ৮ খুব শিগগিরি ক্রেতাদের হাতের মুঠোয় আসতে চলেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে আগামী ১৪ এপ্রিল বাজারে আসবে এই দুটি স্মার্ট ফোন। দাম? তাই নিয়েই উৎসাহ তুঙ্গে।
কোম্পানির সিইও পিট লাউ জানিয়েছেন, ওয়ানপ্লাস ৮ এর দাম হাজার ডলারের মতো হবে। ভারতীয় মুদ্রায় মোটমুটি ৭৬,৪০০ টাকা।
এই ফোনটি টেকনোলজিতে পিছনে ফেলে দিতে পারে অনেক স্মার্টফোনকেই। তাই সঠিক দাম না জানালেও, মোটামুটি আন্দাজ পেয়েই খুশি হবেন সম্ভাব্য গ্রাহকরা, আশা ওয়ানপ্লাস কর্ণধারের।
ওয়ানপ্লাস ৮ সিরিজের সবথেকে হাইএন্ড ফোনটির দামই ১০০০ ডলারের কম হবে বলে জানানো হয়েছে।
স্মার্টফোনের বাজারে ওয়ানপ্লাসের অন্যতম প্রতিদ্বন্দ্বি স্যামসাং গ্য়ালাক্সি এস২০ ৫জি র থেকেই সস্তায় মিলতে চলেছে এই ফোন, এমনটাই আশা করা যাচ্ছে। তবে ওয়ানপ্লাসের আগের ফোনগুলির থেকে এই ফোনগুলির দাম হতে পারে একটু বেশির দিকেই।
ওয়ানপ্লাস-ফ্যান? নববর্ষে নতুন ফোন আকর্ষণীয় দামে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Apr 2020 12:42 PM (IST)
কোম্পানির সিইও পিট লাউ জানিয়েছেন, ওয়ানপ্লাস ৮ এর দাম....
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -